ব্যক্তিগত রিভিউ: এক্সনহোস্ট (ExonHost)

ব্যাক্তিগত রেটিং 10/10

দেশীয় অন্যান্য হোস্টিং থেকে তুলনা মূলক চমৎকার

এক্সনহোস্ট বাংলাদেশীদের জন্য চমৎকার। দেশিয় কার্ড এবং মোবাইল পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও এখান থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। গো-ড্যাডি অথবা নেমচিপ এর শেয়ার হোস্টিং থেকে ভালো স্পিড এক্সন হোস্ট তার ব্যবহারকারীদের দিয়ে থাকে। মোট কথায় দাম এবং মান দুটোই চমৎকার

সাপোর্টের দিক থেকেও ইদানিং ভালো এক্সনহোস্ট। আপনাকে টিকিট জমা দিতে হবে বেশিরভাগ সময়। লাইভ থেকে সব সমস্যার সমাধান নাও পেতে পারেন। তবে টিকিট জমা করলে সমাধান পাবেন নিশ্চিত।

বাংলাদেশী অন্য প্রোভাইডারদের সাথে তুলনা করলে আমি এক্সনহোস্টকেই এগিয়ে রাখব। তবে আমাদের এটা মাথায় রাখা উচিত যে, যেহেতু এসব সার্ভার জিনিস তাই সমস্যা হতে পারে। সমস্যা হলে টিকেট ওপেন করুন। সমাধান পাবেন শিওর।

বিঃ দ্রঃ আপনারা কেউ ইন্টারেটেড হলে আমার রেফারেল লিংক থেকে ডোমেইন বা হোস্টিং ক্রয় করতে পারেন। লিংক :- https://my.exonhost.com/affiliate?aff=3749

Scroll to Top