ওয়েবসাইট রেংক ডাউন হওয়ার কারন ও প্রতিকার

আমি আজ ওয়েবসাইট রেংক ডাউন হওয়ার কারন ও প্রতিকার শেয়ার করছি যা মেনে চলার চেষ্টা করবেন তাহলে গুগল কখনও আপনার সাইটকে খারাপ চোখে দেখবেনা কিংবা কোন আপডেট এ আপনার সাইটের কোন ক্ষতি হবে না।

আপনারা অনেকে আছেন যারা এসইও নামক বিশাল সমুদ্রে নতুন। তাই কাজের ক্ষেত্রে অসতর্কতা বশত ভুল হতে পারে। তাই নিম্নোক্ত বিষয়গুলো স্বরন রাখলে উপকারে আসবে।

  1. কীওয়ার্ড স্টাফিং তথা ঘনঘন কিওয়ার্ড ব্যবহার,
  2. কপি কনটেন্ট,
  3. ট্রান্সলেট করা কন্টেন্ট,
  4. অজশ্র ব্যাকলিংক,
  5. ডুপ্লিকেট টাইটেল,
  6. ক্লোকিং,
  7. অতিরিক্ত স্প্যাম,
  8. অপব্যবহারকৃত স্ট্রাকচার্ড ডেটা,
  9. গেটওয়ে পেজ,
  10. ম্যানিপুলেটিভ লিঙ্ক,
  11. রিচ স্নিপেট,
  12. সাইট স্লো লোডিং,
  13. অতিরিক্ত পুনঃ রিডায়রেক্ট
  14. সাইট ইউজার ফ্রেন্ডলী না হওয়া,
  15. হিডেন টেক্স,
  16. পেইড লিংক,

উপরোক্ত বিষয়াদী পরিহার করার চেষ্ঠা করবেন আর নিয়মিত গুগল আপডেট ফলো করবেন। তবে এই ওয়েবসাইটে কিংবা আমার ফেসবুক গ্রুফে এক্টিভ থাকলেও নিয়মিত সকল ধরনের আপডেট পাবেন। সবাইকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?