ওয়েবসাইটের কন্টেন্ট গুগলের কাছে মুল্যহীন বা গুগলে কম সার্চ হয় এমন কন্টেন্ট কে লো ভ্যালু কন্টেন্ট বলা হয়। গুগল চায় নতুনত্ত্ব বা সৃজনশীল। নতুন কোন বিষয়ে সাইটে কন্টেন্ট পাবলিশ করুন যার নূনতম হলেও সার্চ ভ্যালূ আছে।
কিছু কারণ উল্ল্যেখ্য করছি:-
1. একই টাইটেল বার বার ব্যবহার করা।
2. সঠিক ডিসক্রিপশন না লেখা।
3. অনিয়মিত পোস্ট পাবলিশ করা।
4. কিওয়ার্ড রিসার্স না করে পোস্ট লেখা।
5. নূন্যতম 3০০ ওয়ার্ডের নিচে পোস্ট লেখা।
6. সাইটে পর্যাপ্ত পরিমান কন্টেন্ট না থাকা।
7. গুগল সার্চ কনসোলে ইনডেক্স না হওয়া।
8. সার্চ কন্সোলে ইরর/ইস্যু থাকা।
9. সাইটে তথ্যবহুল কন্টেন্ট না থাকা।
10. কন্টেন্ট সম্পর্কিত থাম্বনেইল না থাকা।
11. টাইটেলের সাংঘর্ষিক এলোমেলো লেখা।
12. সাইট ইউজার/মোবাইল ফ্রেন্ডলি না হওয়া।
13. রেসপন্সিভ থিম ব্যবহার না করা।
14. ডোমেইন নূনতম বয়স না হওয়া।
15. একই বিষয়ে বার বার কন্টেন্ট পাবলিশ করা।
16. সাইটে লোগো না থাকা।
17. কপি-পেস্ট কন্টেন্ট পাবলিশ করা।
18. ট্রান্সলেটর ব্যবহার করে কন্টেন্ট পাবলিশ করা।
19. নূন্যতম অর্গানিক ভিজিটর না থাকা।
20. এলোমেলো বিষয়ে কন্টেন্ট লেখা।
আরো জানুন- সফল ব্লগার হওয়ার উপায়
এর বাইরে ও আরো কিছু কারণ থাকতে পারে। তবে আমার জ্ঞানের আলোকে মনে হয় যে, এসব সমাধান করতে পারলেই আশা করা যায় যে এডসেন্স এপরুভ পাওয়া যাবে। ধন্যবাদ।
Assalamu Alaikum Warahmatullah !
Welcome to my website. My name is Md. Mosaddek Ali (Millad). I am an advanced SEO expert and Digital Marketer. With my solid 6 years long experience as an SEO expert and digital marketing expertise, I will help you generate more leads in your business.
I always follow the search engine guidelines, and updates and also know how necessary SEO strategies are for a company. I can assure you the best SEO services at this time. Client satisfaction is my main goal.
In short, I will share with you all how I have achieved success, InshaAllah.
Do you Want to Contact With Me? Send a Mail:- freelancermillad@gmail.com, or Visit My Facebook Profile Or WhatsApp.