এসইও ফ্রেন্ডলী কন্টেন্ট রাইটার হবার জন্য প্রফেসনাল কোনো কোর্স এর প্রয়োজন হয় না। আপনি যদি শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন এবং ভালো লিখতে ও পড়তে পারেন তাহলে আপনি ও একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন। তবে তার জন্য আপনার এসইও জ্ঞান থাকতে হবে।
কন্টেন্ট লেখার সহজ কিছু নিয়ম
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার লেখার মধ্যে রুচি থাকতে হবে। আপনি যদি নতুন করে কন্টেন্ট রাইটিং শিখতে চান এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে নিচে দেওয়া বিষয় গুলোর উপর নজর দিন।
১. প্রথমে নিজের পছন্দমত টফিক (niche) বাছাই করতে হবে। মানে আপনি যে বিষয়ে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়টা খুজে বের করুন।
২. আপনি যখন নিজের পছন্দমত বা রুচি মতো টফিক খুঁজে পাবেন তখন ধীরে ধীরে একজন সফল কন্টেন্ট রাইটার এর দিকে এগিয়ে যাবেন।
৩. আপনাকে সব সময় ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন কৌশল শিখতে হবে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে রাইটিং এর উপর স্কিল বাড়াতে পারবেন।
৪. প্রতিদিন কিছু না কিছু লিখতে থাকুন এবং নিজের ভুল গুলো শুধরাতে থাকুন। এতে ধীরে ধীরে আপনার রাইটিং এ উন্নত হবে।
৫. ইন্টারনেটের বিভিন্ন ব্লগে গিয়ে দেখুন তাহলে কিভাবে আর্টিকেল গুলো লিখেছে।
৬. নিজের লেখার ধারাবাহিতা বজায় রাখতে নিজে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করুন এবং সেখানে প্রতিদিন নিজের পছন্দের বিষয়ে লিখতে থাকুন।
৭. লেখার সময় অবশ্যই পড়ার অভ্যাস থাকতে হবে। যদি না থাকে পড়ার অভ্যাস তাহালে অভ্যাস করে নিন। এতে আপনি অন্যদের লেখা থেকে অনেক কিছু শিখতে পারবেন।
৮. আর্টিকেল লেখার সময় বাক্যের মধ্যে কিওয়ার্ড সঠিক ভাবে ব্যবহার করতে হবে। যদি না করেন তাহলে সার্চ ইঞ্জিনে র্যাংক করবে না। আপনার লেখা ভিজিটরদের পড়তে অসুবিধা যেন না হয়। এজন্য যে ভাষাতে লিখতে চাচ্ছেন সেই ভাষা সম্পর্কে ভালো করে শিখুন এবং জানুন।
৯. আপনার লেখার মধ্যে অবশ্যই একটা মজার বিষয় থাকতে হবে। না হলে মানুষরা আর্টিকেল পড়তে পছন্দ করবে না। তাই সব সময় চেষ্টা করবেন আকর্ষণীয় এবং মজার ধরণ দিয়ে আর্টিকেল লিখতে হবে।
১০. যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই সম্পর্কে অবশ্যই রিচার্স করে সমস্ত তথ্যবহুল কন্টেন্ট লেখার চেষ্টা করবেন।
আরো জানুন- লং টেইল কিওয়ার্ডের ব্যবহার
উপরোক্ত সমস্ত বিষয়াদি সঠিক ভাবে অবলম্বন করলে আপনিও একজন এসইও ফ্রেন্ডলী কন্টেন্ট রাইটার হতে পারবেন।

Assalamu Alaikum Warahmatullah !
Welcome to my Website. How is everyone? I hope everybody is well.
My Name is Md. Mosaddek Ali (Millad). I have long experience in blogging and affiliate marketing with SEO for a long time.
My personal experience Based on this, I will try to regularly share SEO-related articles and I hope you all find them useful. I will discuss contemporary SEO & Google update in detail for your easy understanding.
In short, I will share with you all the ways in which I have achieved success, InshaAllah.
Do you Want to Contact With Me? Send a Mail:- freelancermillad@gmail.com, or Visit My FB Page Or Group.
Pingback: এসইও ফ্রেন্ডলী টাইটেল এবং মেটা ডিসক্রিপশন অপ্টিমাইজেশন | Freelancer Millad
Pingback: বেস্ট এসইও টিপস | ব্লগারদের জন্য এসইও টিপস 2022 | Freelancer Millad
Pingback: বাংলায় এসইও চেকলিস্ট (SEO Checklist) | বিস্তারিত