অন পেজ এসইও’র গুরুপ্তপূর্ন কিছু অংশ

ওয়েবসাইটের ভিতরে যা কিছু করা হয় তাকেই অন পেজ এসইও বলা হয়। একটি ওয়েবসাইটকে বা ওয়েব পেইজ কে শুধুমাত্র অন পেইজ এসইও করে ফাস্ট পেজে রেংক করা যায় ।

অন পেজ এসইও মূলত এসইও’র প্রথম ধাপ। এই ধাপে আপনাকে অবশ্যই ভাল করতে হবে। অনপেজ এসইও করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে—

  • Title optimize,
  • Intro,
  • H tag,
  • Meta tag,
  • Optimise Description,
  • SEO Friendly Content,
  • Keyword research,
  • Keyword placement,
  • LSI keywords,
  • Sub Keywwords,
  • Content Quality & Quantity,
  • Informative Content,
  • Url etc.

আরো জানুন- এসইও ফ্রেন্ডলী কন্টেন্ট লেখার সহজ উপায়

উপরোক্ত বিষয়াদি সম্পুন্ন রুপে কোন কন্টেন্ট এ ব্যবহার করা হলে সেই কন্টেন্ট রেংক হবার সম্ভাবনা খুব বেশি থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?