এসইও ফ্রেন্ডলী টাইটেল এবং মেটা ডিসক্রিপশন অপ্টিমাইজেশন

গুগলের মতে, এসইও ফ্রেন্ডলী টাইটেল এবং মেটা ডিসক্রিপশনে থাকা কিওয়ার্ড সর্বদা আপনার কন্টেন্ট কে র‌্যাঙ্কিংয়ে গুরুত্বের সহিত সহায়তা করে।

Google আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু বোঝার জন্য আপনার মেটা ডিসক্রিপশন ব্যবহার নাও করতে পারে, আপনার কন্টেন্ট এর যে কোন অংশ গুগল মেটা ডিসক্রিপশন হিসেবে সার্চ পেজে শো করাতে পারে।

তাই আপনি যদি এসইও ফ্রেন্ডলী টাইটেল এবং মেটা ডিসক্রিপশন লিখতে চান তাহলে এই কন্টেন্ট টি আপনার জন্য। তাহলে চলুন টাইটেল এবং মেটা ডিসক্রিপশন সম্পর্কে জেনে নেয়া যাক।

টাইটেল তৈরি করুন আকর্ষণীয়

একটি কনটেন্ট এর মূল জিনিস টাই হচ্ছে টাইটেল। আপনার পোস্টটি কি বিষয়ের সেটা একটি টাইটেল এর মাধ্যমে আপনাকে বুঝাতে হবে।

অনেক সময় আমরা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করি কিন্তু সেই কিওয়ার্ডগুলো দিয়ে ভালো টাইটেল তৈরি করতে পারি না। যার ফলে কনটেন্ট যদিও ভালো থাকে কিন্তু ওই কনটেন্ট টি দেখতে সুন্দর লাগে না। কিংবা টাইটেলের পুরো কনসেপ্ট কন্টেন্ট এর সাথে মিল থাকে না।

তাই সর্বদা চেষ্টা করবেন একটি আকর্ষণীয় টাইটেল তৈরি করার জন্য। যেন ভিজিটর রা সার্চ পেজে আপনার টাইটেল দেখে আকর্ষিত হয়ে সাইটে প্রবেশ করে। এজন্য আপনি অনলাইনের বিভিন্ন রকমের টুলস রয়েছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।

আমার মতে, কন্টেন্টের টাইটেল হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন-পেজ এসইও ফ্যাক্টর। কারণ কন্টেন্ট এর টাইটেল সার্চ ইঞ্জিন গুলিকে আপনার কন্টেন্ট এর বিষয়ে একটি উচ্চ-স্তরের ওভারভিউ দিয়ে থাকে।

আমার অভিজ্ঞতায়, নির্বাচিত কীওয়ার্ড টি টাইটেলে শুরুতে যত কাছাকাছি হবে, সার্চ ইঞ্জিনের সাথে এটির গুরুত্ব তত বেশি হবে।

আমি মনে করি টাইটেল হচ্ছে একটি কন্টেন্ট এর প্রাণ। আপনার কন্টেন্ট টি অডিয়েন্স এর কাছে কেমন জনপ্রিয়তা অর্জন করবে তা নির্ধারণ করে আপনার কন্টেন্ট এর টাইটেলের উপর। ভিজিটররা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন সার্চ ইঞ্জিনের প্রথম ১০ টি রেজাল্টের ভেতর যেটার টাইটেল সবচেয়ে বেশি আকর্ষণীয় সাধারণত সেটাতেই তারা ক্লিক করে।

তাই টাইটেলের দিকে অবশ্যই নজর দিতে হবে। আকর্ষনীয়, সুন্দর ও পারফেক্ট ভাবে টাইটেল ব্যবহার করুন।টাইটেল নির্বাচনের এর ক্ষেত্রে লক্ষ্য রাখুন সেটি যেনো লং টেইল টাইটেল হয়। কেননা লং টেইল টাইটেল দিয়ে সহজে রেংক করা যায়।

কন্টেন্টে এমন ছোট টাইটেল দিবেন না যাতে ভিজিটররা মুল বিষয়বস্তু বুঝতে অক্ষম হয়। টাইটেল টি কে ভিজিটরের বোধগম্য করতে লং টেইল টাইটেল ব্যবহার করুন।

আপনার নির্ধারিত কিওয়ার্ড কে সব সময় টাইটেলের শুরুতে ব্যবহার করার চেষ্টা করুন। কারণ একজন ভিজিটর যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করবে তখন আপনার কন্টেন্ট যদি গুগলের ফার্স্ট পেজে থাকে এবং ফোকাস কিওয়ার্ড টি যদি শুরুতেই থাকে তাহলে অপেক্ষাকৃত বেশি ভিজিটর আশা করা যায়। 

টাইটেল এ পাওয়ার ওয়ার্ড ব্যবহার

টাইটেল কে আকর্ষণীয় করতে অবশ্যই টাইটেলের ভিতরে বা শেষে পাওয়ার ওয়ার্ড রাখুন। কেননা পাওয়ার ওয়ার্ড ব্যবহার এর ফলে ভিজিটর এর আগ্রহ বাড়ে আর্টিকেলের ভেতরে ঢুকতে।

পাওয়ার ওয়ার্ড হচ্ছে সেটাই যা মানুষ দেখলেই আকর্ষিত হয়ে আপনার সাইট ভিজিট করবে। যেমন- আপডেট, গাইডলাইন, চেকলিস্ট, বিস্তারিত, পর্যালোচনা, টপ টেন, বেস্ট, টপ, নিউ, মোস্ট, এক্সক্লসিভ, ওয়ান্ডারফুল, এমাজিং ইত্যাদি। এসব দেখলে ভিজিটর রা সাধারণত আকষিত হয় ফলে সাইটে ভিজিটর আসে এবং কন্টেন্ট র‌্যাঙ্ক করতে সাহায্য করে।

সারাংশ স্বরুপ মেটা ডিসক্রিপশন

যে কোন কন্টেন্ট এর মেটা ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ এবং ইউজার এক্সপেরিয়েন্স বাড়িয়ে দেয়। একটা আকর্ষনীয় মেটা ডেসক্রিপশন আপনার পেজের সিটিআর বাড়িয়ে দিবে। তাই কিভাবে ভালো মেটা ডেসক্রিপশন ব্যবহার করা যায় সে দিকে খেয়াল করা উচিৎ।

মেটা ডেসক্রিপশন কে কন্টেন্ট সারাংশ বা সারমর্ম এর মতো করবেন। এতে ভিজিটর এবং গুগুল বুঝবে আপনার কন্টেন্ট সার্চ কৃত কিওয়ার্ডের জন্য রেলেভেন্ট কিংবা ভিজিটর যা খুজছে তা এখানে আছে।

মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড স্টাফিং না করে যদি সেটাকে কিভাবে আকর্ষনীয় করা যায় সেদিকে লক্ষ্য রাখেন, তাহলে সেটা আপনাকে ভালো র‍্যাংকিং এ সাহায্য করবে। মনে রাখবেন আকর্ষনীয় মেটা ডেসক্রিপশন > বেস্ট সিটিআর > বেস্ট র‍্যাংকিং।

মেটা ডেসক্রিপশনে এই ব্যাপারটা ফুটিয়ে তোলা যায় যে, কেনো আপনার কন্টেন্ট টা অন্যান্য কন্টেন্ট থেকে ভালো, ভিজিটর কেনো এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করে ভিজিটর কি কি জানতে পারবে যা অন্য কন্টেন্টগুলো থেকে পারবে না।

কখনোই টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কপি করা যাবেনা। খেয়াল রাখবেন আপনার ওয়েবসাইটের প্রত্যেক কন্টেন্ট এর টাইটেল এবং মেটা ডিসক্রিপশন যেন ভিন্ন এবং ইউনিক হয়।

4 thoughts on “এসইও ফ্রেন্ডলী টাইটেল এবং মেটা ডিসক্রিপশন অপ্টিমাইজেশন”

  1. মোঃ ছামছুল আলম

    আস সালামু আলাইকুম ভাই
    কন্টেন্ট টি অনেক তথ্যবহুল এবং হেলফুল ছিল। নতুন কিছু জানতে পারলাম।

  2. চমৎকার ছিল আর্টিকেলটি। খুব ভাল লাগলো।
    একটা প্রশ্ন- অনেকে বলে এসইও বড় সেক্টর, এখান থেকে ইনকাম বেশ কঠিন ?
    আপনি কি বলেন ? আশা করি উত্তর দিবেন।

    1. Freelancer Millad

      হ্যাঁ এসইও একটি বড় সেক্টর। কঠিন বলতে কিছু নেই। এখান থেকে উপার্জন করতে হলে অবশ্যই ভাল স্কিল থাকতে হবে, এছাড়াও ধৈর্য ও পরিশ্রমের সহিত লেগে থাকলে যে কোন সেক্টর থেকে ইনকাম করা যায়।

      ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?