বেস্ট এসইও টিপস | SEO Update Tips 2023

আজকের এই কন্টেন্টে ব্লগারদের জন্য আলোচনা করা হবে বেস্ট এসইও টিপস 2023 । সুতরাং ধৈর্যের সহিত মনোনিবেশ করুন। আশা করছি কন্টেন্টটির মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে।

সবাই গুগলে টপ 1 এ স্থান পেতে চায়। কিন্তু আমরা এখন 2023 সালে, এটি আগের চেয়ে সংগত ভাবে আরও চ্যালেঞ্জিং হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে এটি অসম্ভব, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে, আপনার সাইট রেংক না করলেও অন্যের সাইট ঠিকই রেংক করেছে।

রিসেন্ট শেষ হওয়া আপডেট এ আমার 3 টি সাইট ডাবল রেংক হয় কিন্তু দুঃখজনক ভাবে একটি সাইট রেংক ডাউন হলে আমি খুবই মর্মাহত হই। সময়ক্ষেপন না করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে গুগল আপডেট টি খুব ভালো ভাবে পর্যালোচনা করি।

প্রথমে নিজের সাইট দিয়ে শুরু অতঃপর কম্পিটিটর দের সাইটে মনযোগ দিতে গিয়েই অবাক ! পূর্বে যারা আমার কম্পিটিটর ছিল তাদের বেশ কয়েকটি সাইটের খোজ নেই। অবাক হলাম। মনে মনে নতুন কম্পিটিটর দের স্বাগত জানাইলাম। এরপর আমার পূর্বের এবং এখনকার কম্পিটিটর দের সাইট গুলো এনালাসিস করলাম।

এরপর ফলাফল যা পেলাম তা নোট প্যাডে সংরক্ষন করে আপনাদের মাঝে উল্ল্যেখ্য করছি। আশা করছি, শেয়ার কৃত পয়েন্টস গুলী যথাযথ ভাবে ফলো করলে উপকৃত হবেন।

ব্লগারদের জন্য বেস্ট এসইও টিপস- 2023

  1. সার্চ ইন্টেন্ট সর্বদা সর্বাপেক্ষা গুরুপ্তপূন্য।
  2. যে় তথ্য গুলি কন্টেন্ট এ যুক্ত করলে ভাল কিন্তু না করলে খারাপ নয়। সেগুলি পরিবার করতে হবে।
  3. আকর্ষনীয় এবং মার্জিত টাইটেল, মেটা ডিসক্রিপশন ব্যবহার করতে হবে।
  4. কন্টেন্ট ছোট/বড় হোক না কেন টাইটেলের ইনটেন্ট ফিলাপ করা।
  5. কন্টেন্ট এ বাক্যের পুনরাবৃত্তি ভাল নয়।
  6. মনুষত্ব বিকৃত হয় এমন কিছু তথ্য কন্টেন্ট এ উল্লেখ্য না করা।
  7. রিলেভেন্ট বেশ কিছু ইন্টারলিঙ্ক ব্যবহার করা।
  8. নিস রিলেভেন্ট সাইট কে এক্সটারলিংক দেয়া।
  9. কন্টেন্ট এ সিমিলার/সাব কীওয়ার্ড ব্যবহার করতে হবে।
  10. কন্টেন্ট এ বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের উদ্ধৃতি সংযোজন করা।
  11. রিচ স্নিপেটগুলি আকর্ষনীয় ভাবে অপ্টিমাইজ করতে হবে।
  12. পুরানা কন্টেন্টের ইমেজ গুলোকে ব্যাকলিংকে রুপান্তর করা।
  13. ব্রোকেন পেজগুলি ফিক্স করতে হবে।
  14. নূন্যতম 6 মাস/12 মাসে একবার হলেও সাইট অডিট করতে হবে।
  15. নূন্যতম 6 মাস/12 মাসে একবার হলেও কন্টেন্ট, মেটা ডিসক্রিপশন সহ প্রয়োজনীয় বিষয়াদি আপডেট করা।
  16. FAQ বিষয়গুলি অন্তর্ভুক্ত করা।
  17. টপ রিলেটিভ সাইট থেকে কিওয়ার্ড ভিত্তিক লিংকবিল্ডিং করা।
  18. সোস্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দরকার।
  19. বিষয় ভিত্তিক সহজ ও ছোট ডোমেইন নেম ব্যবহার করা।
  20. সাইট ফাস্ট লোডিং, রেসপন্সিভ/ ব্যবহারকারীর উপযোগী হওয়া।
  21. সাইটম্যাপ এবং সার্চ কন্সোলে কোন ইস্যু না থাকা।
  22. ডোমেইনের বয়স ৬ মাস হওয়া।
  23. সাইটে মানসস্মত ও পর্যাপ্ত কন্টেন্ট না থাকা।
  24. গুরুত্বপূর্ণ কিছু পেজ থাকা (About Us, Privacy Policy, Contact Us, Disclaimer).
  25. কন্টেন্ট এর ভাষা এলোমেলো না থাকা (বাংলা, ইংরেজি মিশ্রিত)।
  26. বিষয় ভিত্তিক নয় তথা এলো বিষয়ে কন্টেন্ট পাবলিশ পরিহার করা।
  27. সাইটে ডুপ্লিকেট/পরস্পর বিরোধী কনটেন্ট না রাখা।
  28. ডুপ্লিকেট টাইটেল ব্যবহার না করা।
  29. টাইটেলে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করা।
  30. কিওয়ার্ড টাইটেলের প্রথমে রাখা বাঞ্চনীয়।
  31. কন্টেন্ট এসইও ফ্রেন্ডলী না থাকা।
  32. এপরুভ সিস্টেম থাকলে কমেন্টের রিপ্লাই করা।
  33. নিয়মিত পোস্ট পাবলিশ করা (দিন/সপ্তাহ/মাস)।
  34. কন্টেন্ট সম্পর্কিত থাম্বনেইল ও সংযুক্ত ইমেজ ব্যবহার করা।
  35. সাইটে তথ্য সমৃদ্ধ প্রোফাইল/অথোর থাকা।

মন্তব্য:- উপরোক্ত বিষয়াদি আমার ক্ষূদ্র জ্ঞানের প্রয়াসে লিখিত, সুতরাং ভূল-ভ্রান্তি মার্জনা করিবেন। আর আপনি উপরোক্ত সব পয়েন্টস গুলি সমর্থন না করতেও পারেন। তবে যদি মনে হয় আরও কোন পয়েন্টস সংযোজন করা উচিৎ তা কমেন্টে উল্লেখ্য সহ মতামত প্রদানের জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?