লিংক কি ? এসইও ফ্রেন্ডলি লিংক স্ট্রাকচার !

এসইও’র জন্য ইউআরএল (URL) বা এসইও ফ্রেন্ডলি লিংক স্ট্রাকচার খুব ই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ইউআরএল না হলে রেংকিং পাওয়া অনেক কঠিন। তাই লিংক স্ট্রাকচার সবসময় এসইও বান্ধব হতে হবে।

ওয়েবসাইট এর লিংক হতে পারে:

  • yourdomain.com/abcd/15/5/23
  • yourdomain.com/ne54df48718?p=10 অথবা,
  • yourdomain.com/how-to-get-a-free-seo-tips

আচ্ছা বলুনতো কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ বোধ্য মনে হচ্ছে ? ৩য় টি আপনার কাছে সহজবোধ্য মনে হওয়ার কথা। কারণ আপনি ঐ লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঐ পেজের মধ্যে কি আছে।

তাই আপনার মত সার্চ ইন্জিনের কাছে ও ৩য় লিংকটিই সহজবোধ্য মনে হবে। তাই আপনি যখন কোন পেইজ বা পোস্টের নামকরণ করবেন তখন অবশ্যই সেটাতে আপনার কীওয়ার্ড ব্যবহার করবেন।

কিভাবে এসইও ফ্রেন্ডলি লিংক স্ট্রাকচার তৈরী করবেনঃ

WordPress এর ক্ষেত্রেঃ WordPress সাইটের লিংক স্ট্রাকচার পরিবর্তন করা খুব সহজ। WordPress এ তৈরী করা আপনার সাইটের ড্যাশবোর্ড (wp-admin) থেকে Settings গিয়ে Permalink এ ক্লিক করে “Post name: yourdomin .com/sample-post/” সিলেক্ট করে দিন এবং পরিবর্তন সেভ করে বের হয়ে যান।

তাহলে হয়ে গেল আপনার সাইটের এসইও বান্ধব ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার। অথবা  Permalinks থেকে লিংক স্ট্রাকচার Custom এ গিয়ে %category%/%postname%/ বসিয়ে দিতে পারেন।

আমরা অনেকে বাংলায় ব্লগিং করি সেক্ষেত্রে আমি দেখি যে আপনারা লিংকে কোন পরিবর্তন করেন না। তখন অটোমেটিক সাইটের টাইটেল টাই লিংক হিসেবে গুগলে ইনডেক্স হয়। WordPress এ আমরা Yoast SEO plugin / Rank Math Plugin এর মাধ্যমেও লিংক তৈরী করতে পারি।

Blogger এর ক্ষেত্রেঃ যদি আপনার সাইটি ব্লগারে হয়ে থাকে তাহলে আপনি কোন কন্টেন্ট পাবলিশ করার সময়, কন্টেন্ট এর ভিতরে ডান পাশে পার্মালিংক এ ক্লিক করে তার পর কাস্টমে ক্লিক করুন। এখানে আপনার মেইন কিওয়ার্ড দিয়ে দিবেন।

কিছু টিপস: 

  • ১। সাইটের লিংকে নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।
  • ২। পেজের লিংকে নাম দেয়ার সময় হাইফেন ( – ) ব্যবহার করুন।
  • ৩। লিংকে _, !, (), @,$ এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না। কারন সার্চ ইন্জিন সাধারণত এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
  • ৪। ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না। কারণ এগুলোকে সার্চ ইন্জিন সাধারণত “Skipping Word” বলে
  • ৫। ওয়েব পেজের এক্সটেইনশন সর্বদা পরিপাটি রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?